নিজস্ব প্রতিবেদক | শেরপুর
বুধবার, ২ জুলাই ২০২৫
জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে আজ অনুষ্ঠিত হলো মাসিক গণশুনানী।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নিজ কার্যালয়ে আগত নাগরিকদের দুঃখ-দুর্দশা, অভিযোগ ও বিভিন্ন সামাজিক সমস্যার কথা সরাসরি শুনে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করেন।
সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত কক্ষে একে একে উপস্থিত হন নারী, পুরুষ, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরাও। তাদের অনেকেই পরিবারিক সমস্যা, জমিজমা সংক্রান্ত জটিলতা, সহায়তা প্রাপ্তির আবেদন এবং নানা ভোগান্তির কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রত্যেক আবেদনকারীর কথা মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
তিনি বলেন—
“প্রশাসন সবসময় মানুষের পাশে আছে। নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত সমাধান দেওয়াই গণশুনানীর মূল উদ্দেশ্য।”
গণশুনানীতে অংশ নেওয়া অনেকেই জানান, সরাসরি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তারা আশান্বিত এবং কৃতজ্ঞ।মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর