মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের মতো শেরপুর জেলা বিএনপি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শেরপুর জেলা শাখার যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা, সাবেক জেলা আহ্বায়ক হযরত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদলের সাবেক সভাপতি আবু রায়হান রুপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, স্বাস্থ্য বিষয়ক সাবেক সম্পাদক ডা. জনি এবং আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন ও রেজাউল করিম রুমি।
এসময় শেরপুর ড্যাব ও বিএমএর সাবেক সভাপতি ডা. সুরুজ্জামান জানান, তারেক রহমানের নির্দেশে আজকের এই কর্মসূচির উদ্বোধন হলেও এটি একটি চলমান কার্যক্রম হবে। এর মাধ্যমে সাধারণ রোগীরা সারা বছর বিনামূল্যে রক্ত পেয়ে চিকিৎসা নিতে পারবেন বলে তিনি জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।