রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পৃথক অভিযানে দুই মাদক কারবারিসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুইজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে গ্রেফতার অপর দুজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
রোববার (৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার স্থল বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে নছোন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) ও গিয়াস উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৩৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসিন আলী (৩৫) এবং পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৪৮)-কে গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত চারজনকে সোমবার (৭ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।