আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উদ্যোগের অংশ হিসেবে আমরুপালি, হাড়িভাঙ্গা, বারিফোরসহ দেশীয় জাতের আম ও কাঁঠালের ৫০০ চারা রোপণের কার্যক্রম শুরু হয়। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যে রোপণ করা হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে লাগানো হবে বলে জানান আয়োজকরা।
আতাউর রহমান বাঁধন বলেন, “রাজশাহী ছিল সবুজে ঘেরা একটি গ্রীন সিটি। কিন্তু বিগত সরকার আমলে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার অনেক গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়, ফলে পার্কের পরিবেশ নষ্ট হয়ে যায়। বর্তমানে গ্রীষ্মের সময় রোদে দর্শনার্থীরা কষ্ট পান। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই আমরা গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে পরিবেশ যেমন উপকার পাবে, তেমনি দর্শনার্থীরাও স্বস্তি পাবেন।”
তিনি আরও জানান, শুধু বৃক্ষরোপণ নয়, পার্কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন, রাজশাহী পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুর ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূঁইয়া, সুপারভাইজার আব্দুল খালেক স্বপন, মো. রেজাউল করিমসহ পার্কের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।