মুহাম্মদ আবু হেলাল, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মো. আরিফ (২০) নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
অভিযানকালে উপজেলার সদর ইউনিয়নের বগাডুবি এলাকায় মো. আরিফকে বালু পরিবহনের সময় আটক করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক ইউএনও তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এছাড়াও অভিযান চলাকালে ৩টি অটোভ্যান ও একটি বালুবোঝাই মাহিন্দ্র জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর এলাকায় সোমেশ্বরী নদীতে অবৈধভাবে স্থাপিত একটি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার, কয়েকশ মিটার প্লাস্টিকের পাইপ এবং বাঁশের তৈরি বালু উত্তোলনের টাওয়ার ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা প্রশাসনের একটি দল, যারা অবৈধভাবে গড়ে ওঠা এসব অবকাঠামো সরিয়ে ফেলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের ৮ এপ্রিল জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনক্রমে শেরপুর জেলার নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পরেও কিছু প্রভাবশালী সিন্ডিকেট নিয়ম ভেঙে গোপনে রাতের আঁধারে নদী, ছড়া ও পাহাড়ি এলাকা থেকে বালু উত্তোলন করে আসছে।
অবৈধ বালু উত্তোলন বন্ধে ইউএনও’র নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে সহায়তা করে ঝিনাইগাতী থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আনসার সদস্যরা। নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে প্রশাসন অবৈধ কর্মকাণ্ড দমন ও পরিবেশ রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, “অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাটকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অভিযান চালিয়ে বেশিরভাগ বালু উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যারা এখনও এই কাজ চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সরকারি সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।”
সচেতন মহলের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক যুবক ও জব্দকৃত অবৈধ বালুবাহী যানবাহন।