
আব্দুল হামিদ / মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুড়ালিয়া গোরস্থান এতিমখানা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার
সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন
সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার
উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলা দল সহ অত্র ওয়ার্ডের সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর উপজেলার সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান ওটন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান রুবেল মাস্টার।
উঠান বৈঠক শেষে কুড়ালিয়া বড়বাড়ী মসজিদের ইমাম মৌলানা আব্দুল লতিফ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের শান্তি ও জনগণের সমৃদ্ধি কামনা করা হয়।