
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ভোট অর্জনের জন্য ধর্মের দোহাই দিচ্ছে এবং টিকেট বিক্রি করছে। কিন্তু এসব কৌশলে জনগণের কাজ হবে না। তিনি বলেন, “এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের। মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। আমরা মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখব। এই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই, এবং ভোটাররা অবশ্যই এটি বিবেচনা করবে।”
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের জিরো পয়েন্টে ধানের শীষ মার্কার সমর্থনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি এই কর্মসূচির আয়োজন করে।
তানিয়া রব বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার জন্য নয়। যারা ক্ষমতায় গিয়ে শুধু ব্যক্তিগত স্বার্থ পূরণ করবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, জনগণের কল্যাণে কাজ করবে না—এ ধরনের এমপি আমরা চাই না। যারা মুচমুচ করে টাকা আনবে, তাদের ভোট দিয়ে জনগণের উন্নয়ন হবেনা। যোগ্য মানুষকে নির্বাচিত করতে হবে, না হলে সাধারণ মানুষই ভোগান্তিতে থাকবে।”
তিনি এও উল্লেখ করেন যে, নির্বাচনকে আরও সুষ্ঠু করতে লটারির মাধ্যমে নির্বাচন হওয়া উচিত এবং এটি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে সম্পন্ন করতে হবে। “প্রশাসন ও সরকার দলের প্ররোচনায় বা সুপারিশে কোনো নিয়োগ হলে আমরা মানবনা,” তানিয়া রব বলেন।
তানিয়া রব আরও বলেন, “ক্ষমতায় আসার আগে যারা ভাগ-বাটোয়ারায় ব্যস্ত হয়ে গেছে—হাট, মাঠ, ঘাট, বাসস্থান দখল করেছে—এরা ক্ষমতায় এসে কী করতে পারবে? দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা পালিয়েছে, চুরি করেছে, মানুষ হত্যা করেছে, আয়না ঘর করেছে, গুম করেছে। এজন্য তাদের বিচার হবে। এখন যারা ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছে। সুষ্ঠু, সৎ ও আদর্শিক কাজ করার প্রতিশ্রুতি দিতে হবে। চাঁদা ১০০ টাকা ছিল, এখন ২০০ টাকা। এ চাঁদাবাজি থেকে মুক্তি পাওয়া জরুরি।”
পথসভায় আরও বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি নেতৃবৃন্দ মো. আলাউদ্দিন, কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো. হেলাল উদ্দিন প্রমুখ।