
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে মাদক সেবনে বাধা দেওয়ায় চাচাতো ভাইয়ের হাতে গুরুতর আহত হয়েছেন এক কিশোর। আহত কিশোরের নাম নাছির হোসেন (১৭)। তার জেষ্ঠাতো ভাই সোহাগ (২৮) কে এই ঘটনার জন্য অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর, ২০২৫) দুপুরে চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের কালাগাজী ব্যপারী বাড়িতে নাছির হোসেন তার চাচাতো ভাইকে মাদক সেবন ও গালাগালির কারণে সাবধান করলে সোহাগ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে নাছিরের ওপর আক্রমণ করে। আঘাতের ফলে নাছিরের মাথায় গুরুতর রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত আহত নাছিরকে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার গুরুতরতা দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীস্থ হাসপাতালে প্রেরণ করেন।
আহত নাছিরের ভাই রুবেল অভিযোগ করেন, “আমার ছোট ভাই মাদক সেবন রোধ করায় সোহাগ এমন জঘন্য কাজ করেছে। আমরা দ্রুত তার সুস্থতা কামনা করি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই সোহাগ মাদকাসক্ত এবং এলাকার পরিবেশ নষ্ট করছে। তারা স্থানীয় প্রশাসনকে দ্রুত দোষীকে আটক করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি শুনেছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।