রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর এলাকা থেকে ১৭ বছর ধরে পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মনিরুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রাজশাহী ব্যুরো রিপোর্ট | আবুল হাশেম:
রাজশাহীর বাঘা উপজেলায় সতেরো বছর আগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মনিরুল ইসলাম লিটন (৪২) অবশেষে ধরা পড়েছে র্যাবের হাতে। র্যাব-৫ এর একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) দুপুর ২টা ১০ মিনিটে রাজশাহী জেলার বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া এলাকায় র্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দীর্ঘদিন আত্মগোপনে থাকা পলাতক আসামি লিটনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটনের পিতা মৃত সিরাজুল ইসলাম এবং তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা থানার নারায়ণপুর এলাকায়। র্যাব জানায়, আসামি লিটন ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। সে এলাকায় সাধারণ মানুষের মতো জীবন যাপন করছিল যাতে তার অবস্থান কেউ বুঝতে না পারে।
র্যাব-৫ এর একাধিক গোয়েন্দা ইউনিট কয়েকদিন যাবৎ মনিরুল ইসলাম লিটনের গতিবিধি নজরে রাখছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে বাঘা থানায় মাদক মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তবে রায় ঘোষণার আগেই লিটন পলাতক হয় এবং আত্মগোপনে চলে যায়। এরপর দীর্ঘ ১৭ বছর ধরে সে পলাতক ছিল। র্যাব জানায়, তার অবস্থান চিহ্নিত করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ সে পরিচয় গোপন করে অন্য নামে জীবন যাপন করছিল।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানে তারা সব সময় সক্রিয় এবং সাজাপ্রাপ্ত যেসব পলাতক আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে, তাদের খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
গ্রেফতারের পর আসামি মো. মনিরুল ইসলাম লিটনকে বাঘা থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে স্থানীয় জনগণ র্যাবের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে। তারা বলছেন, “এই ধরনের অভিযান মাদক কারবারিদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।”
সংক্ষেপে:
পলাতক আসামি: মো. মনিরুল ইসলাম লিটন
বয়স: ৪২ বছর
অপরাধ: মাদক মামলা (ফেনসিডিল সহ গ্রেফতার)
সাজা: যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
গ্রেফতার স্থান: চক নারায়ণপুর পালপাড়া, বাঘা, রাজশাহী
গ্রেফতার সময়: ২২ জুলাই ২০২৫, দুপুর ২টা ১০ মিনিট
অভিযানে নেতৃত্ব: র্যাব-৫, সিপিএসসি ইউনিট
হস্তান্তর: বাঘা থানা পুলিশ