আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে তুচ্ছ একটি বিষয়—লুডু খেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবকের নাম জহুর আলী। তিনি মধুপুর পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের আকাশী গ্রামের কারিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে একই গ্রামের মক্কর আলীর ছেলে জাহাঙ্গীর তাকে ছুরিকাঘাত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জহুর আলী গ্রামের একটি চায়ের দোকানে অন্যান্য স্থানীয়দের সঙ্গে বসে চা খাচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে জাহাঙ্গীর এসে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে। আশপাশের লোকজন বিষয়টি দেখে দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত জহুরকে উদ্ধার করে এবং হামলাকারী জাহাঙ্গীরকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে একটি লুডু খেলা নিয়ে জহুর আলী ও জাহাঙ্গীরের মধ্যে কথাকাটাকাটি হয়। সেই পুরনো বিরোধ থেকেই এমন ভয়াবহ হামলা চালিয়েছে জাহাঙ্গীর।
গুরুতর আহত অবস্থায় প্রথমে জহুর আলীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী জাহাঙ্গীরকে ছুরি সহ আটক করে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত জাহাঙ্গীরকে ছুরি সহ আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লুডু খেলা নিয়ে পূর্ববিরোধ থেকেই এই হামলা হয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে এমন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন মানুষের জীবন হুমকির মুখে পড়ায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ ব্যক্তিগত বিরোধে এমন সহিংসতায় না জড়ায়।