1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে চাটখিলে এনসিপির প্রচারণা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
চাটখিলে এনসিপির প্রচারণায় ব্যারিস্টার ওমর ফারুক জাতীয় পতাকা বিতরণ করছেন
হাদীর সুস্থতা কামনায় দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে চাটখিলে এনসিপির নির্বাচনী প্রচারণা

মো. বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার:

হাদীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া এবং বিজয়ের মাস উপলক্ষে জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ীর আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মো. ওমর ফারুক তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) চাটখিলে আয়োজিত একাধিক কর্মসূচির মধ্য দিয়ে এই প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়।

কর্মসূচির শুরুতে গুলিবিদ্ধ হয়ে আহত ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়।

এরপর চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে হাদীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খেজুর বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় ব্যারিস্টার মো. ওমর ফারুক বলেন, “ভারতীয় আগ্রাসন ও দীর্ঘ ৫৪ বছরের বাজে বন্দোবস্ত ভেঙে আমরা যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছি, তার আংশিক বাস্তবায়ন হয়েছে। হাদী আগ্রাসনবিরোধী শক্তির সেনাপতি। তাকে নিঃশেষ করে দিলে আবার পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়া সম্ভব—এই বিশ্বাস থেকেই তার ওপর হামলা চালানো হয়েছে। কিন্তু আজ হাদীর পক্ষে সমগ্র বাংলাদেশ দাঁড়িয়ে আছে।”

তিনি আরও বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সাধারণ মানুষ কখনোই নিরাপদ থাকবে না। যখন পুলিশের অস্ত্র কোমরে থাকে, তখন সন্ত্রাসীদের অস্ত্র মাথার ওপর উঠে যায়—এই বাস্তবতা থেকে মুক্তি চায় জনগণ। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই জাতীয় নাগরিক পার্টির রাজনীতির মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক মো. হানিফ, চাটখিল উপজেলা প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, রাশেদুল ইসলাম, বেল্লাল হোসেন, মুফতি নাজমুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, ব্যারিস্টার ওমর ফারুকের নেতৃত্বে নোয়াখালী-১ আসনে একটি ইতিবাচক, শান্তিপূর্ণ ও গণমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশাবাদী।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যারিস্টার ওমর ফারুকের নেতৃত্বে সুস্থ রাজনীতির পক্ষে একাত্মতা প্রকাশ করেন এবং শাপলা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট