1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মাওলানা খালেদ সাইফুল্লাহ হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর মেয়ের জামাতা ও খলিফা। আল্লাহওয়ালা, সৎ ও জনদরদি একজন আলেম জনপ্রতিনিধি হিসেবে তিনি এ অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত। চালচলন ও পোশাক-আশাকে সাদামাটা হলেও দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত কঠোর ও ন্যায়পরায়ণ। আলেম চেয়ারম্যান হিসেবে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে তিনি জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই যথাযথ কর্তৃপক্ষের কাছে মনোনয়নপত্র জমা দেব, ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে লক্ষ্মীপুর-৪ আসনের রামগতি-কমলনগরবাসীর দোয়া কামনা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমমনা ৮ দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা আহম নোমান সিরাজী, কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহসভাপতি মুফতী শরীফুল ইসলামসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট