
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের চোরাচালানি মদ ও বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৪ জানুয়ারি) রাতে পরিচালিত এসব অভিযানে শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল রোববার রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকা থেকে ১০৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই সময়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৭টি ভারতীয় কম্বল এবং ৩৪০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মদ ও মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।