1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়

পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক পরীক্ষার্থীর নাম মোছাঃ রুবিনা খাতুন। তিনি পঞ্চগড় সদর উপজেলার দাফাদার পাড়া গ্রামের মাহবুর রহমানের স্ত্রী।

কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, যা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে কেন্দ্রের ভেতরে কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পরীক্ষায় অনিয়ম ও অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে তিনি নিজেই বাদী হবেন।

এদিকে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম জানান, একজন পরীক্ষার্থীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, পঞ্চগড় জেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও কড়া নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট