1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

আলমগীর হোসেন সাগর

স্টাফ রিপোর্টার :

| শ্রীপুর, গাজীপুর প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে সুজন নামে এক যুবকের হামলায় সাবিনা ইয়াসমিন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন ওই গ্রামের শৌকত হোসেনের স্ত্রী। অভিযুক্ত সুজন (৩০) একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশে ছোট ছেলেরা ব্যাডমিন্টন খেলছিল। সাবিনা ইয়াসমিনের ছেলে শাওন মাঠের পাশে বসে সেই খেলা দেখছিল। রাত ৯টার দিকে খেলা বন্ধ করার সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি বাতি নিভে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সুজন কিশোর শাওনকে মারধর শুরু করে।

ছেলের চিৎকার শুনে মা সাবিনা ইয়াসমিন তাকে বাঁচাতে দৌঁড়ে আসেন। এসময় উত্তেজিত সুজন সাবিনাকে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাৎক্ষণিক অসুস্থ হয়ে যান।

হাসপাতাল ও পুলিশি পদক্ষেপ

আহত অবস্থায় সাবিনাকে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল চান জানান:

“খবর পেয়ে রাতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট