
হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। দলটির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজানের উদ্যোগে গত দুই সপ্তাহ ধরে দুই উপজেলার প্রায় শতাধিক মসজিদ, মাদ্রাসা ও প্রতিটি ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১১ জানুয়ারি) এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে গত কয়েকদিন ধরে বিভিন্ন এতিমখানা ও মাদরাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে কুরআন খতম ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।
বেশিরভাগ আয়োজনেই সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান নিজে উপস্থিত থেকে বেগম জিয়ার জন্য দোয়া করেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মসজিদ ও মাদরাসাতেও দোয়ার ব্যবস্থা করেন তিনি। এসব মাহফিলে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে রোববার আশরাফ উদ্দিন নিজান আবেগঘন কণ্ঠে বলেন,
“বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময় থেকেই তার অসুস্থতার সূত্রপাত। সেখান থেকে ১৮ কোটি মানুষকে কাঁদিয়ে তিনি মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজ বাংলাদেশ অভিভাবকশূন্য, জাতীয়তাবাদী শক্তি আজ এতিম। আমরা জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশকে এগিয়ে নিতে চাই। সে লক্ষ্যে ধানের শীষের পক্ষে সমর্থন দিতে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এর সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ অনুরোধ করছি।”
এদিকে গত কয়েকদিন ধরে রামগতি ও কমলনগরের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ, মাদরাসা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অনুষ্ঠিত এসব দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।