1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কে এম সোহেল রানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কে এম সোহেল রানা

বাকেরগঞ্জ প্রতিনিধি :

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার কে.এম সোহেল রানা। ডিসেম্বর ২০২৫ মাসের কর্মদক্ষতা মূল্যায়ন করে তাকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি বরিশাল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে কে.এম সোহেল রানার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে বাকেরগঞ্জ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং দ্রুত অপরাধ উদ্ঘাটনে মুন্সিয়ানা দেখিয়েছেন কে.এম সোহেল রানা। বিশেষ করে সাধারণ মানুষের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করায় তিনি জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ঠত্বের এই গৌরব অর্জন করেন।

সম্মাননা গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় ওসি কে.এম সোহেল রানা বলেন, “এই স্বীকৃতি আমাকে জনগণের সেবায় আরও বেশি দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। এই অর্জনের প্রকৃত কৃতিত্ব বাকেরগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্য এবং এলাকাবাসীর, যাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে পারছি।”

উল্লেখ্য, বরিশাল জেলা পুলিশের নিয়মিত মাসিক মূল্যায়নের ভিত্তিতে পেশাদারিত্ব ও কর্মদক্ষতা পর্যালোচনা করে প্রতি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট