1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা বিদ্যালয়ে জমকালো পিঠা উৎসব ও ড্রেস বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা বিদ্যালয়ে জমকালো পিঠা উৎসব ও ড্রেস বিতরণ

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২৬

বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জমকালো ‘পিঠা উৎসব ২০২৬’। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেসও বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার

২৫ স্টলে বাহারি পিঠার সমারোহ

পৌষের শেষে আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উৎসবে শিক্ষার্থীদের নিজেদের হাতে তৈরি বাহারি সব পিঠার মোট ২৫টি স্টল প্রদর্শন করা হয়। স্টলগুলোতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা, পুলি, চিতই, পাটিসাপটাসহ বিলুপ্তপ্রায় নানা পদের পিঠার সমারোহ দেখা যায়।

উৎসবের আমেজে স্কুল ড্রেস বিতরণ

পিঠা উৎসবের পাশাপাশি এদিন শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়। প্রধান অতিথি তন্ময় হালদার শিক্ষার্থীদের হাতে এই ড্রেস তুলে দেন। উৎসবমুখর পরিবেশে নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

বক্তাদের আহ্বান

গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিঠা উৎসব আয়োজক কমিটির সভাপতি এসএম কাইউম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, “আধুনিক সভ্যতার ব্যস্ততায় বাঙালির শীতকালীন পিঠা তৈরির আনন্দ আজ হারিয়ে যেতে বসেছে। এই পুরনো সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এবং শিক্ষার্থীদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। প্রতি বছর এমন আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট