
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আপন ভাগ্নের কাছে জমি বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার পর, সেই জমিতে নির্মিত ঘরবাড়ি ভাঙচুর ও বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক মামার বিরুদ্ধে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ভাগ্নে রেজাউল মিয়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতারণার বিচার দাবি করেন। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর পূর্বপাড়া গ্রামে।
সংবাদ সম্মেলনের অভিযোগ সংবাদ সম্মেলনে মেষেরচর পূর্বপাড়া গ্রামের আবদুল রহমানের ছেলে ভুক্তভোগী রেজাউল মিয়া জানান:
-
জমি ক্রয়: প্রায় এক বছর আগে বাড়ির পাশে ৪ শতাংশ জমি তার আপন মামা আসাদ আলীর কাছ থেকে ক্রয় করেন।
-
টাকা ও দখল: জমি বাবদ ২ লাখ টাকা মামাকে বুঝিয়ে দেওয়ার পর আসাদ আলী নিজেই জমির দখল বুঝিয়ে দেন এবং রেজাউল সেখানে ঘর নির্মাণ করেন।
-
প্রতারণা: টাকা নিলেও জমি রেজিস্ট্রি করে দিতে বারবার তালবাহানা শুরু করেন মামা আসাদ আলী। এক পর্যায়ে তিনি সাফ জানিয়ে দেন জমি রেজিস্ট্রি দেবেন না।
হামলা ও ভাঙচুর রেজাউল মিয়া আরও অভিযোগ করেন, বুধবার সকালে মামা আসাদ আলী তার ছেলে ও দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করেন। তারা রেজাউলের নির্মিত ঘরটি গুঁড়িয়ে দেন। এসময় বাধা দিতে গেলে রেজাউলের বৃদ্ধা মাকে (আসাদ আলীর আপন বোন) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। বর্তমানে ওই বৃদ্ধা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হুমকি ও হয়রানি ভুক্তভোগীর দাবি, থানায় অভিযোগ করার পর থেকে প্রভাবশালী মামা ও তার লোকজন রেজাউল ও তার ভাইদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, আসাদ আলী উল্টো থানায় মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হয়রানি করার চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশের বক্তব্য এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”