আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান তিতাস, রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মোঃ মওদুদ আহমেদ মধু ও হৃদয়সহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও সফলভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।