1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ: নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক ঐক্যের আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি কর্মী সমাবেশের দৃশ্য, রুহুল কবির রিজভী বক্তৃতা দিচ্ছেন
দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত বিএনপির কর্মী সমাবেশে নির্বাচনের প্রস্তুতি ও ঐক্যের আহ্বান জানানো হয়।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশের সভাপতি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আর প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুল আলম, ফরিদুল কবীর তালুকদার শামীম, শাহ ওয়ারেস আলী মামুন, আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার শাহাদাত বিন জামানসহ জামালপুর জেলা ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী, যেখানে তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে গণতন্ত্র ক্ষুণ্ণ হয়েছে। তিনি মন্তব্য করেন, “শেখ হাসিনা তার শাসনামলে গুম, খুন, নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে। তবে দেশের মানুষ ৫ই আগস্ট দানবের পতন ঘটিয়েছে এবং মুক্তি পেয়েছে।”

তিনি আরও বলেন, আগামী ২৬ সালের রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বর্তমান সরকার বিরোধী দলকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এজন্য বিএনপির নেতাকর্মীদের একত্রিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত সমাবেশে বলেন, “ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। নির্বাচনের মাধ্যমে তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি কঠিন হবে, তাই সকল নেতাকর্মীকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।”

সমাবেশে নেতারা নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। এছাড়াও মানবতার সেবা এবং দেশের উন্নয়নের জন্য দলীয় নীতি ও পরিকল্পনার প্রতি গুরুত্বারোপ করা হয়।

এতে উপস্থিত নেতাকর্মীরা রাজনৈতিক ঐক্য ও নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করেন। সমাবেশটি জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক উদ্দীপনা এবং কর্মী সমাজে নতুন সজাগতা সৃষ্টির দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট