1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ১৮৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির বাঘায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিএনপি কার্যালয়ের উদ্বোধন চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন অভয়নগরে ভয়ংকর সন্ত্রাসীদের তাণ্ডবে জনপদ আতঙ্কিত, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করছেন
হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ঢেকরাপাড়া গ্রামে অবস্থিত হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসার ১ম সাময়িক পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশ করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি বুধবার (২৭ আগস্ট) দুপুরে মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামিম মুফতি আবু ইউসুফ অনুষ্ঠানের সফল আয়োজন করেন। সভাপতিত্ব করেন আলহাজ বদিউজ্জামান বাদল, যিনি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় তৎপর ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর দারুল আবরার মডেল মাদ্রাসার মুহতামিম ও পরিচালক মুফতি বায়জিদ হোসেন এবং মুফতি ইব্রাহিম মিয়া। তারা শিক্ষার্থীদের প্রতি উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা ও ধার্মিক জীবনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মাঝে শ্রেষ্ঠ ফলাফল প্রদর্শনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে এবং শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাদিমুসসুন্নাহ শাইখ মিজান, তাকরিমুল কুরআন মার্কাজ মাদ্রাসার পরিচালক ও নন্নী মার্কাজ মসজিদের খতিব মুফতি সালমান মুনির। তারা শিক্ষার্থীদের সাফল্য এবং মাদ্রাসার কল্যাণের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মাদ্রাসার সাফল্য ও শিক্ষার্থীদের প্রগতিতে আনন্দ প্রকাশ করেন। এছাড়াও অভিভাবকরা তাদের সন্তানদের সাফল্যে গর্বিত হয়েছিলেন।

মাদ্রাসার মুহতামিম মুফতি আবু ইউসুফ বলেন, “আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করেছে। আমরা আশা করি তারা ভবিষ্যতেও ধার্মিক ও শিক্ষিত হয়ে সমাজে উদাহরণ স্থাপন করবে।”

উক্ত অনুষ্ঠান শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধি এবং ধার্মিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে একটি বিশেষ প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের এই উদ্যোগ স্থানীয় শিক্ষাজীবী মহলে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট