শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুরে নেসকোতে কর্মরত সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে জবাই করে হত্যার হুমকির ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্র। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নগরীর আরকে রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে অফিস হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এবং লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি রংপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকিউল আলম।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিদ্যুৎ, শিল্প, অবকাঠামো ও প্রযুক্তি খাতে প্রকৌশলীরা সবসময় সামনের সারিতে থেকে কাজ করে আসছেন। অথচ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও মর্যাদা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দায়িত্বশীল কর্মকর্তা প্রকৌশলী রোকনুজ্জামানকে জবাই করার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা বলেন, রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য প্রকৌশলীদের যথাযথ নিয়োগ, পদোন্নতি, কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু গত ২৫ আগস্ট কর্মরত অবস্থায় সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় তারা আরও দাবি করেন, ঘৃণিত এ কাজের মূলহোতা এম এস সরওয়ার জাহান সাঈদীসহ তার সহযোগী মোঃ মাজেদুল ইসলাম, গোলাম কিবরীয়া সোহান, ইসমাইল হোসেন, মোঃ রুহুল মারজান, লিয়াকত আলী এবং অন্যান্য জড়িতদের চাকরিচ্যুত করতে হবে। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন থেকে তাদের সদস্যপদ বাতিলের আহ্বান জানানো হয়।
সংগঠনটির নেতারা বলেন, দেশের প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা ও কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হলে আইইবি ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইইবি সদস্য সহকারী প্রকৌশলী জয়া স্যানাল (এলজিইডি), স্থানীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী শাহরিয়ার মিরাজ, প্রকৌশলী মিজানুর রহমান (এসই/পিডব্লিউডি), নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন (নেসকো), প্রকৌশলী সরোয়ার হোসেন (এই/ইইডি), প্রকৌশলী নাফিউর রহমান (এই/এলজিইডি), প্রকৌশলী আশরাফুল আলম (এসডিই/বিডব্লিউডিবি)সহ বিভিন্ন সরকারি প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ।