শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পান্ডব ও কারখানা নদীতে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে। গতকাল (বুধবার) রাতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাটি ও বালু মহাল ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি বলেন, “অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।