রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
“জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকমনু পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মোজাফফর হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি আল্লামা মুফতি রাশেদ ইলিয়াস হাফিজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হেলাল হাশেমী, সহ-সভাপতি মুফতি আব্দুর রউফ, মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দীর্ঘ ইতিহাস ও অবদান দেশের মানুষ জানে। দেশের সবচেয়ে পুরাতন ইসলামী দল হিসেবে এই সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সবার কাছে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জমিয়তের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।