1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের এক মুহূর্ত।
মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের এক মুহূর্ত।

এস এম শামীম হাসান, মহাদেবপুর প্রতিনিধি :
“শিক্ষাজীবন যেমন সমগ্র জীবনের প্রস্তুতিপর্ব, তেমনি রাজনৈতিক জীবনের প্রস্তুতিপর্ব হলো ছাত্র রাজনীতি”—এই মূলমন্ত্রকে ধারণ করে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নওগাঁর মহাদেবপুরে আয়োজন করা হলো সংগঠনটির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মাছচত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, সূরা কেরাত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান আশিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ আহমাদ শাফী। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা সেক্রেটারি প্রভাষক মোঃ শহিদুল আলম, মহাদেবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি নাছির বিন আছগর তৈয়্যবীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন—
“ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল একটি সংগঠন। সত্যের প্রতিষ্ঠা ও উন্নয়নের প্রতিরোধের মাধ্যমেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহিত। আমাদের কার্যক্রম ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বিশেষ করে ছাত্র সমাজই এ কাজের যোগ্য সৈনিক, কারণ তারাই জাতির ভবিষ্যৎ কর্ণধার।”

অনুষ্ঠানের শেষপর্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ নাজমুল হাসান, সহ-সভাপতি মুহাম্মাদ সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাকিবুল হাসান।

পরে ইসলামী সংগীত পরিবেশন করেন কলরব ও অবিরাম শিল্পীগোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট