1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ১৮৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির বাঘায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিএনপি কার্যালয়ের উদ্বোধন চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন অভয়নগরে ভয়ংকর সন্ত্রাসীদের তাণ্ডবে জনপদ আতঙ্কিত, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে
মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের এক মুহূর্ত।
মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের এক মুহূর্ত।

এস এম শামীম হাসান, মহাদেবপুর প্রতিনিধি :
“শিক্ষাজীবন যেমন সমগ্র জীবনের প্রস্তুতিপর্ব, তেমনি রাজনৈতিক জীবনের প্রস্তুতিপর্ব হলো ছাত্র রাজনীতি”—এই মূলমন্ত্রকে ধারণ করে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নওগাঁর মহাদেবপুরে আয়োজন করা হলো সংগঠনটির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মাছচত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, সূরা কেরাত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান আশিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ আহমাদ শাফী। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা সেক্রেটারি প্রভাষক মোঃ শহিদুল আলম, মহাদেবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি নাছির বিন আছগর তৈয়্যবীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন—
“ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল একটি সংগঠন। সত্যের প্রতিষ্ঠা ও উন্নয়নের প্রতিরোধের মাধ্যমেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহিত। আমাদের কার্যক্রম ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বিশেষ করে ছাত্র সমাজই এ কাজের যোগ্য সৈনিক, কারণ তারাই জাতির ভবিষ্যৎ কর্ণধার।”

অনুষ্ঠানের শেষপর্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ নাজমুল হাসান, সহ-সভাপতি মুহাম্মাদ সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাকিবুল হাসান।

পরে ইসলামী সংগীত পরিবেশন করেন কলরব ও অবিরাম শিল্পীগোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট