আশিকুর রহমান, গাজীপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রা বিকেলে কলেজগেইট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে এসে পথসভায় পরিণত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার ও পোস্টার হাতে রেখেছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন দেওয়ান, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বাট, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে পথসভায় সালাহউদ্দিন সরকার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, আমরা তাকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।”
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।