আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোর উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বাটার মোড়ে অনুষ্ঠিত র্যালি-পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং দলকে এগিয়ে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে দীর্ঘদিন একটি স্বৈরশাসক জনগণকে শোষণ ও নিপীড়ন করেছে। বিএনপি দীর্ঘ আন্দোলনের মাধ্যমে জনগণকে স্বাধীন ও স্বৈরাচারমুক্ত করেছে। আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনবে।”
বাতার মোড় থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালি লোকনাথ স্কুল হয়ে রাজশাহী কলেজ গেট ও মনিচত্বর প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
সকালে ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়।
র্যালি ও সভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার এবং মহানগর ও জেলা বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা।
সভায় জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।