সাইফুল আলম দুলাল, স্টাফ রিপোর্টার
নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ চাঞ্চল্যকর সিএনজি চালক নূর জামান (৩৮) হত্যার সঙ্গে জড়িত আরো দুই আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা মিডিয়া সেলে এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ রেহাব মিয়া (৪২)
২। মোঃ সোহাগ মিয়া (৩০)
উভয়ের পিতা মৃত রাজ আলী, মাতা হালেমা আক্তার, সাং-ভাগ্যবপুর বড়বাড়ী (পাচহার), থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা।
প্রেস নোটে আরও বলা হয়, গত সোমবার (১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া ও কলমাকান্দা থানার এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধ আসামীরা আটক করা হয়। পরে তারা আদালতে হত্যার বিষয়ে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
নূর জামান (৩৮) তার সিএনজি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৯ আগস্ট সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে অটোরিক্সা চালানোর জন্য বের হন। ২০ আগস্ট রাত ৩টার দিকে কেন্দুয়া থানা পুলিশ দুল্লী ব্রিজ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়, গাড়ীর সিট ও সামনে রক্ত মাখা দাগ দেখা যায়।
পরবর্তীতে আশেপাশে খোঁজাখুঁজির পর দুল্লী ব্রিজ থেকে অনুমান ১০০ গজ দক্ষিণের আদমপুর-দুল্লী রাস্তায় মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের আত্মীয়স্বজন এসে দেহ সনাক্ত করেন।
মৃত্যুতে স্ত্রী মোছাঃ শিরিন আক্তার (৩২) বাদী হয়ে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নং-১৫, তারিখ ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোডে রুজু হয়। তদন্তভার এসআই/(নিরস্ত্র) মোঃ আঃ জলিলের উপর হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটে অলি মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছিল কেন্দুয়া থানা পুলিশের মাধ্যমে।