আশিকুর রহমান, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও নবনির্মিত দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে টঙ্গী বাজার আশরাফ সেতু থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেইল গেইট ঘুরে হাজী মাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও হাজী মাজার ইউনিট বিএনপির নবনির্মিত দ্বিতীয়তলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান।
টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং থানা যুবদলের সদস্য সচিব মো. নাজমুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান (কালা), বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটু, জাসাস গাজীপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক আনিসুল রহমান মিরন, মহানগর কর্মজীবী দলের সভাপতি মো. আইয়ুব আলী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল শিকদার বসু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মোখলেসুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে প্রধান অতিথি হাজী মাজার ইউনিট বিএনপির কার্যালয়ের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এ দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। আগামী ফেব্রুয়ারির নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে।”