আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও ৩১ দফা মূল্যায়ন বিষয়ক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফকরুল হাসান (বাবলু) ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম মলিন।
সভায় সভাপতিত্ব করেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন (রিয়াল)। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ (মুকুল) এবং মোঃ সাইদুর রহমান (কালু)।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “আপনারা ধানের শীষের প্রতীককে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”
সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।