1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় দুই মামলা, আটক ১৪ পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্কুলে অভিভাবকদের বিক্ষোভ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ঝিনাইগাতীতে মিথ্যা সংবাদ প্রচারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষোভ রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি : ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ পঞ্চগড়ে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় দুই মামলা, আটক ১৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আটক ১৪ জন।
গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আটক ১৪ জন।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে ‘অস্ত্রসহ’ আটকের পর র‍্যাব সদস্যদের অবরুদ্ধ করার ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪ জনকে আটক করেছে। র‍্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, আটক মোশারফ একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছে একাধিক অবৈধ অস্ত্র থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাকে অস্ত্রসহ হাতে-নাতে আটক করা হয়। তবে মোশারফের স্বজন ও স্থানীয়রা দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা র‍্যাবের গাড়ি ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে।

রবিবার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও জনতার হাতে তারাও আটকা পড়ে। পরে র‍্যাবের আরও কয়েকটি গাড়ি পৌঁছালে সেগুলোও অবরুদ্ধ হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কৌশলগত লাঠিচার্জ চালায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা উত্তেজনার পর জনতা ছত্রভঙ্গ হয়। এ সময় পুরো বরমী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযান শেষে যৌথবাহিনী ১৪ জনকে আটক করে। সোমবার দুপুরে র‍্যাব আটক ব্যক্তিদের শ্রীপুর থানায় হস্তান্তর করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে—একটি অস্ত্র আইনে এবং আরেকটি সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে। মামলায় আটক ১৪ জন ছাড়াও নাম উল্লেখ করে আরও ৮ জন ও অজ্ঞাতনামা প্রায় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট