1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেলান্দহে ২০৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
পুলিশের হাতে গ্রেফতার হওয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট
পুলিশের হাতে গ্রেফতার হওয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট

জামালপুরের মেলান্দহে ২০৫০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার দিক নির্দেশনায়, ওসি শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এসআই মো. সাজেদুল ইসলাম খানের নেতৃত্বে এসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল শনিবার বিকেল ৫টার দিকে অভিযান চালান। এসময় মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে থেকে ২০৫০ পিস ইয়াবাসহ দুলালকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা। তবে অভিযানে দুলালের সহযোগী মিনা বেগম পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়াও ইয়াবাগুলো স্থানীয় ফকরুলের (৪৮) কাছে বিক্রির উদ্দেশ্যে সরবরাহের পথে ছিল বলে জানায় পুলিশ।

ঘটনার পর দুলালের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মাদক ব্যবসায়ী দুলালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সহযোগীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”

অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে আগামী প্রজন্ম ভয়াল মাদকের ছোবলে আক্রান্ত হবে।”

তিনি আরও জানান, জেলার প্রতিটি থানাকে মাদকবিরোধী অভিযানে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশও সমন্বিতভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। এসময় মাদকবিরোধী তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট