1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নবীনদের আগমনে মুখরিত হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে
হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাইওনিয়ার কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডঃ মোঃ মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আলতাফ হোসেন, দেবব্রত ভদ্র ও মির সাফায়েত হোসেন।

নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ তোরাব আলী গাজী। এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আঃ বারী, তপন চন্দ্র সিংহ, হরিদাস কুমার মন্ডল এবং মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে কলেজের জিএম মনিরুল ইসলামও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জীবেশ চন্দ্র রায় ও প্রভাষক আঃ হালিম সানা। নবীন শিক্ষার্থীরা গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দীন তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন, যাতে তারা পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ হতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি সমাজে ইতিবাচক অবদান রাখতে পারবে।

প্রধান অতিথি ডঃ মোঃ মোকাররম হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন অধ্যায়ের শুরুতে অধ্যয়ন ও গবেষণার প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অধ্যাবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি কলেজের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের আগমন কলেজের পরিবেশকে উদ্দীপ্ত করে তোলে এবং শিক্ষাক্ষেত্রে নতুন উৎসাহ ও উদ্দীপনা যোগ করে।

এই নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি শুভ সূচনা হিসেবে বিবেচিত হয়েছে এবং কলেজের ঐতিহ্য ও শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যকে এগিয়ে নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট