1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নালিতাবাড়ীর মধুটিলায় মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীর মধুটিলায় মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আঞ্চলিক আলোচনা সভার ছবি
নালিতাবাড়ীর মধুটিলায় মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আঞ্চলিক আলোচনা সভার ছবি

রবিউল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা মহুয়া রেস্ট হাউজ প্রাঙ্গণে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (BELA)-এর উদ্যোগে আঞ্চলিক Elephant Response Team (ইআরটি) সদস্যদের সঙ্গে স্থানীয়দের নিয়ে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মূলত পাহাড়ি এলাকায় মানুষ ও হাতির মধ্যে সংঘাত কমানো, মানুষের ক্ষতি ও হাতির প্রাণহানি রোধের উপায় ও বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। ইআরটি সদস্যরা স্থানীয়দের সাথে অভিজ্ঞতা বিনিময় করে, কার্যকরী সমাধান ও করণীয় নির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ নুরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগ; ফিরোজুল ইসলাম (হেড অব প্রোগ্রাম) এবং মোঃ মুজাফফর ফয়সাল (এওয়ারনেস এন্ড ক্যাম্পেইন অফিসার) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (BELA) থেকে; আইইউসিএন-এর পক্ষ থেকে সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সুলতান।

শেরপুর জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মোঃ দেওয়ান আলী, ওয়াল্ড-লাইফ রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আলামিন, সমশ্চূড়া বিট কর্মকর্তা মোঃ কাউছার হোসেন, কিছু পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিসহ মধুটিলা রেঞ্জের সকল স্টাফবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভায় ইআরটি সদস্যরা বিভিন্ন কৌশল উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে হাতি চলাচলের পথ ও অভয়াশ্রম সংরক্ষণ, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ক্ষতিপূরণ ব্যবস্থা, স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি এবং বিপর্যয়কালীন অবস্থা মোকাবিলার পরিকল্পনা। স্থানীয়রা সভায় সক্রিয় অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শেয়ার করেন।

ফিরোজুল ইসলাম বলেন, “মানুষ-হাতি দ্বন্দ্ব কমানো শুধুমাত্র বন বিভাগের দায়িত্ব নয়, স্থানীয় জনগণ ও সচেতন নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য। সভার মাধ্যমে আমরা এই দ্বন্দ্ব কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করেছি।”

এই সভার মাধ্যমে নালিতাবাড়ী ও আশপাশের এলাকায় মানুষ-হাতি সংঘাত কমাতে এবং বন্যপ্রাণী ও মানুষের জীবন সুরক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণের চেষ্টা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট