আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখলা খাসপাড়া এলাকায় গহীন বনের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বন থেকে লাকড়ি কুড়াতে এসে এক নারী পুকুরে লাশ ভাসতে দেখে। তিনি পরে এলাকার লোকজনকে খবর দেন। স্থানীয়রা ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়।
শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন সঞ্জয় সাহা জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তকল্পে সিআইডি পুলিশকে জানানো হয়েছে।
এছাড়া, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা আতঙ্কিত ও উদ্বিগ্ন, কারণ গহীন বনাঞ্চলে লাশ পাওয়া বিষয়টি এলাকায় শঙ্কা সৃষ্টি করেছে। পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে।