1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পৌর পার্কের ভিত্তিপ্রস্তরে প্রশংসায় ভাসছেন নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
নান্দাইলে আধুনিক পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ইউএনও সারমিনা সাত্তার—স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।
নান্দাইলে আধুনিক পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ইউএনও সারমিনা সাত্তার—স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আধুনিক পৌর পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল মডেল থানার সংলগ্ন এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনও সারমিনা সাত্তারকে নিয়ে প্রশংসার জোয়ার বইতে শুরু করে। স্থানীয়রা বলছেন, তাঁর দূরদর্শী চিন্তা, সাহসী উদ্যোগ ও নান্দাইলের উন্নয়নে আন্তরিক মনোভাবের ফলেই অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

অনুষ্ঠানে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “এই পার্ক হবে নান্দাইলবাসীর জন্য একটি উন্মুক্ত বিনোদনকেন্দ্র। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ এখানে সময় কাটাতে পারবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং সামাজিক আড্ডার একটি নিরাপদ স্থান হিসেবে পার্কটি ব্যবহৃত হবে।” তিনি আরও জানান, পার্কে ফুলের বাগান, বসার ব্যবস্থা, হাঁটার ট্র্যাকসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, নান্দাইলে পরিবার নিয়ে বেড়ানো বা শিশুদের খেলার জন্য উপযুক্ত কোনো মানসম্মত স্থান ছিল না। এ কারণে বহুদিন ধরেই তারা এমন একটি পার্কের প্রত্যাশা করছিলেন। নতুন এ উদ্যোগ সেই অভাব পূরণ করবে বলেই মনে করছেন সবাই।

ফেসবুকসহ সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “নান্দাইলের সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের বিনোদনের জন্য ইউএনও সারমিনা সাত্তারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।” কেউ কেউ মন্তব্য করেছেন, “এ পার্ক তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে সহায়তা করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারাও একে নান্দাইলের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, এ পার্ক উদ্বোধনের পর পুরো এলাকা প্রাণবন্ত হয়ে উঠবে। বিশেষ করে শিশু-কিশোর ও পরিবারগুলোর জন্য একটি নিরাপদ বিনোদনকেন্দ্র পাওয়া নিঃসন্দেহে সুখবর।

উল্লেখ্য, নান্দাইল পৌরসভার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কাজ শেষ হলে এটি শুধু বিনোদনকেন্দ্র হিসেবেই নয়, বরং নান্দাইল পৌরসভার সৌন্দর্যবর্ধনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট