1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

বাকেরগঞ্জের নিয়ামতিতে সিএনবি ডিগ্রি কলেজে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
“বাকেরগঞ্জের নিয়ামতিতে সিএনবি ডিগ্রি কলেজে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও অতিথিরা।”
“বাকেরগঞ্জের নিয়ামতিতে সিএনবি ডিগ্রি কলেজে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও অতিথিরা।”

বরিশাল প্রতিনিধি/
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতিতে অবস্থিত সিএনবি ডিগ্রি কলেজে (চামটা, নিয়ামতি, বিবিচিনি) নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হয়।

নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সাবেক ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সংগীত পরিবেশন করেন সাবেক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব মিত্র হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান ফুল এবং সিথি সাহা। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও সাবেক অধ্যক্ষ মোঃ জামাল হোসেনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রভাষক ও সহযোগী শিক্ষকরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক শিক্ষাবিদরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পূবালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা এমন একটি শক্তি যা সমাজ ও জাতিকে এগিয়ে নিতে পারে। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, “আজ থেকে শুরু হলো নতুন জীবন—এই শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি দেশ ও জাতিকে উপকৃত করতে হবে।”

শেষে সবাইকে সঙ্গে নিয়ে প্রতিবছরের মতো অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকারের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট