1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

বাকেরগঞ্জের নিয়ামতিতে সিএনবি ডিগ্রি কলেজে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
“বাকেরগঞ্জের নিয়ামতিতে সিএনবি ডিগ্রি কলেজে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও অতিথিরা।”
“বাকেরগঞ্জের নিয়ামতিতে সিএনবি ডিগ্রি কলেজে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও অতিথিরা।”

বরিশাল প্রতিনিধি/
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতিতে অবস্থিত সিএনবি ডিগ্রি কলেজে (চামটা, নিয়ামতি, বিবিচিনি) নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হয়।

নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সাবেক ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সংগীত পরিবেশন করেন সাবেক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব মিত্র হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান ফুল এবং সিথি সাহা। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও সাবেক অধ্যক্ষ মোঃ জামাল হোসেনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রভাষক ও সহযোগী শিক্ষকরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক শিক্ষাবিদরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পূবালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা এমন একটি শক্তি যা সমাজ ও জাতিকে এগিয়ে নিতে পারে। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, “আজ থেকে শুরু হলো নতুন জীবন—এই শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি দেশ ও জাতিকে উপকৃত করতে হবে।”

শেষে সবাইকে সঙ্গে নিয়ে প্রতিবছরের মতো অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকারের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট