1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর — আহত ৬, আটক ১ বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক

নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে দোস্ত এইডের খাদ্য বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে ৫০০ পরিবারের মাঝে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
নালিতাবাড়ীতে ৫০০ পরিবারের মাঝে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিটি প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও মশলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান গোলাম কিবরিয়া (ভিপি), দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি মাও. আফসার উদ্দিন, সাংবাদিক এমএ হাকাম হীরা, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, নালিতাবাড়ী শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি ও নালিতাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম।

প্রধান অতিথি ফারজানা আক্তার ববি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি মানবিক কর্তব্য। দোস্ত এইডের কার্যক্রম সমাজ পরিবর্তনের দৃষ্টান্ত।”

সভাপতি কহিনুর আলম চৌধুরী জানান, দোস্ত এইড সাময়িক সাহায্যের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, টেকসই জীবিকা, বিশুদ্ধ পানি ও সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে।

বিশেষ অতিথি গোলাম কিবরিয়া (ভিপি) বলেন, নালিতাবাড়ীতে দোস্ত এইড টিউবওয়েল স্থাপন, অযুখানা নির্মাণ, কুরবানির মাংস বিতরণসহ নানা উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অতিথিরা উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

সুবিধাভোগীরা জানান, এ সহায়তা তাদের পরিবারকে সংকট থেকে মুক্তি দিয়েছে। তারা দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষাবৃত্তি, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ, গৃহ ও মসজিদ নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট