
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত, কুইজ, সাবলীল ইংরেজি, উর্দু, আরবি ও বাংলায় বক্তব্য, আল্লাহর ৯৯ নাম, কবিতা আবৃতি, গজল, হামদ, নাতে রাসুল (সা.), টেলিগ্রাফি ও বাংলা প্রবন্ধসহ মোট ৩০টি বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া। সমাজসেবক আব্দুল আউয়াল হাওলাদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান এবং যুব আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আ. সবুর।
প্রতিযোগিতার প্রতিটি পর্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উপস্থাপনা ও ইসলামী চেতনায় উজ্জীবিত বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ধারার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয় এবং তাদের জীবনে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।
উদ্যোগের অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওসার আহ্মেদ।

বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার বার্ষিক সিরাতুন্নবী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আধ্যাত্মিক চেতনায় অংশ নিচ্ছেন।