নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে খুনের ঘটনাকে কেন্দ্র করে বাদী পক্ষের লোকজন আসামি পক্ষের অন্তত ১১টি পরিবারের বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আসামীপক্ষের ১১টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, লুটপাটকারীরা নগদ ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা, ৪২টি গরু, ১৬টি ছাগল, ৮ ভরি স্বর্ণালংকার, ৩৬০ মন ধান, ৬৭ মন চাল, ৫টি ফ্রিজ, ১১টি সেচ মেশিন/পানির মোটর, ৩–৪টি পুকুরের মাছ, খাট, পানির ট্যাংক, সোফা সেট, ডাইনিং টেবিল, আলমারি, হাঁস-মুরগি, হাঁড়ি-পাতিল, জামা-কাপড়সহ অসংখ্য মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১১টি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।
ঘটনার পটভূমি অনুযায়ী, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাড়ির সীমানার এক হাত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে ১১টি পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। প্রতিপক্ষ বাড়িতে গিয়ে দরজা-জানালা ভেঙে লুটপাট চালায়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আসামীদের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুরের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।