1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পঞ্চগড়ে পুত্রবধুকে মারপিট: শশুর-শাশুড়ি জেল হাজতে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
যৌতুকের অভিযোগে পুত্রবধুকে মারপিট: আদালতের আদেশে পঞ্চগড়ে শশুর-শাশুড়ি জেল হাজতে
যৌতুকের অভিযোগে পুত্রবধুকে মারপিট: আদালতের আদেশে পঞ্চগড়ে শশুর-শাশুড়ি জেল হাজতে

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে যৌতুকের দাবিতে পুত্রবধুকে মারপিট করার অভিযোগে শশুর ও শাশুড়িকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়-১ আমলি আদালতের বিচারক এ আদেশ দেন। আসামিরা হলেন—পঞ্চগড় সদরের উত্তর জালাসি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন (৪৫) এবং তার স্ত্রী সামিমা আক্তার (৪০)। জানা গেছে, ফয়েজ উদ্দিন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত আছেন।

বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান রাশেদ জানান, মামলার এজাহারভুক্ত আসামি ফয়েজ উদ্দিন ও সামিমা আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী মারিয়াম আক্তার মৌ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তার স্বামী আবু সারোয়ার সিজানসহ শশুর-শাশুড়িকে আসামি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক থেকে গত বছরের অক্টোবরে এ্যাফিডেভিটের মাধ্যমে মারিয়াম আক্তার ও আবু সারোয়ার সিজানের বিয়ে হয়। পরে পারিবারিকভাবে জানাজানি হলে কাজীর মাধ্যমে ৬ লাখ টাকা দেনমোহর ধার্য করে পুনরায় বিয়ে সম্পন্ন হয়।

অভিযোগে বলা হয়, যৌতুকের টাকার জন্য বারবার চাপ সৃষ্টি করা হতো। প্রথমে ৪ লাখ টাকা দিয়ে জামাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, কিন্তু কাজ না করে টাকা খরচ করে ফেলায় পুনরায় ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এ নিয়ে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন মারিয়াম।

সবশেষ গত ২১ সেপ্টেম্বর সকালে যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য চাপ দেওয়া হলে তিনি অসম্মতি জানান। এসময় স্বামী, শশুর ও শাশুড়ি মিলে তাকে এলোপাতাড়ি মারপিট করে ঘরে আটকে রাখে। পরে ভুক্তভোগীর চাচা খবর পেয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন।

মামলার অগ্রগতি সম্পর্কে বাদী পক্ষের আইনজীবী জানান, আদালত অভিযোগের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট