1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

চিরিরবন্দরে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে
চিরিরবন্দর উপজেলায় জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত।
চিরিরবন্দর উপজেলায় জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত।

পি, কে রায়, বিশেষ প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দারুল ফালাহ ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ রাশেদুল হক, সাবেক আমির মোঃ লুৎফর রহমান, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাঃ মোঃ রাজিউল ইসলাম, পেশাজীবি ফোরাম চিরিরবন্দর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং উপজেলা জামায়াতে ইসলামীর সকল ইউনিয়নের কর্মী-সমর্থকবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা বলেন, “জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি ফিরবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় এ দাবি জনগণের দাবি।” তিনি জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি তুলে ধরেন—

  1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,

  2. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,

  3. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

  4. বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,

  5. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

বিশেষ অতিথি রাজিবুর রহমান পলাশ বলেন, “একটি দল ৫ আগস্টের-২৪ পরবর্তী সময়ে স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। চান্দার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে দেশের প্রতিটি ইউনিয়নে তা তৈরি হয়েছে।”

সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজপথের সংগ্রাম অব্যাহত রাখবে। সমাবেশ শেষে আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট