আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
”পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারণ করে শেরপুর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক ক্ষমায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে শেরপুর সদর উপজেলার স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে এবং জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, রিজিওনাল ম্যানেজার ব্র্যাক প্রগতি মো. জাকির হোসেন, অফিসার সেলপ মো. মিজানুর রহমান এবং কমিউনিটি অর্গানাইজার সেলপ হাসি আক্তার।
অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ২৮ জন কিশোরীকে সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা স্বপ্ন দেখেছি বড় হওয়ার; এখন আমরা তা বাস্তবায়ন করবো। তোমরা এখন বাল্যবিয়ে মুক্ত, আর অন্যদের বাল্যবিয়ে মুক্ত করতে এগিয়ে আসো।”
এছাড়া কিশোরীদের মধ্যে আইরিন আক্তার ও নাসরিন আক্তার নিজস্ব অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।