শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত হোসেন হাওলাদার।
বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে তিনি একে একে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীরাও এদেশের নাগরিক, তারা আমাদের ভাই। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কেউ বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না।”
মণ্ডপ পরিদর্শনকালে কলসকাঠী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।