আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক। তিনি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা কমিটির সাবেক সভাপতি এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে তিনি উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি জানান, ক্ষমতায় গেলে ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করবে বিএনপি।
বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “উৎসব নির্বিঘ্নে পালনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না।”
এছাড়াও তিনি ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মন্দির কমিটির নেতারা জানান, স্থানীয় প্রশাসন ও সকলের সহযোগিতায় তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে পারছেন। এ বছর উপজেলায় মোট ৪৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি আরও ৪টি ঘটপূজা হচ্ছে যেখানে প্রতিমা নেই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিউল ইসলাম নান্নু, পৌরসভার সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল নেতা রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাহাবাজ আলী, শান্ত মিঞাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।