স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহীতে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে “৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫”। এক সপ্তাহব্যাপী এই টুর্নামেন্ট চলবে ১০ অক্টোবর পর্যন্ত রাজশাহী টেনিস কমপ্লেক্সে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তা এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের মোট ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ ও ম্যানেজার অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে ২১ জন খেলোয়াড়।
অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য খেলোয়াড় হলেন থাইল্যান্ডের পাতানালারফান নাপাত (আইটিএফ জুনিয়র র্যাংকিং ১৯৪০) এবং জাপানের ঈষিধা হারু (আইটিএফ জুনিয়র র্যাংকিং ১৭৮৮)। এছাড়াও আরও ১৭ জন আইটিএফ র্যাংকিংধারী খেলোয়াড় অংশ নেবেন।
বালক একক ও বালিকা একক—উভয় বিভাগেই ৩২ জন করে খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোয়ালিফাইং রাউন্ড হবে ৪ ও ৫ অক্টোবর, আর মূল খেলা শুরু হবে ৬ অক্টোবর সকাল ৯টায়।
টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং রেফারি হিসেবে থাকছেন আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি মাসফিয়া আফরিন।
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডিআইজি রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের জন্য প্রবেশ ফি রাখা হয়নি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
১০ অক্টোবর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে এই আন্তর্জাতিক আসরের সমাপ্তি হবে।