1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ইউএনও রুমানা আফরোজের কর্মদক্ষতা: সড়ক সংস্কার ও সৌন্দর্য বর্ধনে মানুষের প্রশংসা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ পৌরসভা ও সড়ক সংস্কারে তৎপর, সৌন্দর্য বর্ধন ও প্রশাসনিক কার্যক্রমে জনগণের প্রশংসা কুড়াচ্ছেন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ পৌরসভা ও সড়ক সংস্কারে তৎপর, সৌন্দর্য বর্ধন ও প্রশাসনিক কার্যক্রমে জনগণের প্রশংসা কুড়াচ্ছেন।

মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ উপজেলার সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিসে কাজের গতিশীলতা ফিরিয়ে এনেছেন। যোগদানের পর থেকে তার মেধা, নিষ্ঠা ও কর্মদক্ষতার প্রশংসা এলাকাবাসী ও বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে।

জানা গেছে, বিগত সরকারের আমলে বাকেরগঞ্জের বহু সড়ক চরম বেহাল অবস্থায় ছিল। প্রতিদিন এসব সড়ক ব্যবহার করে হাজারো মানুষ ও যানবাহন চলাচল করলেও জনদুর্ভোগের শেষ ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিরা যথাযথ সংস্কার করতে ব্যর্থ হয়েছিলেন।

পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউএনও রুমানা আফরোজ স্থানীয় সড়কগুলোর সংস্কার কার্যক্রম তদারকি করছেন। শীঘ্রই সড়ক উন্নয়নের কাজ সমাপ্ত হলে মালবাহী যানবাহনসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। এছাড়া, সৌন্দর্য বর্ধনের উদ্যোগে বাকেরগঞ্জে ‘বাকেরগঞ্জ’ লেখা আকর্ষণীয় স্পট নির্মাণ করা হয়েছে, যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, সরকারি ছুটির দিনেও অফিসে উপস্থিত থেকে জনসেবার কাজ চালানো তার দায়িত্ববোধের পরিচয়। তিনি উপজেলা ও পৌরসভার সার্বিক কার্যক্রম তদারকি করছেন, ১৪টি ইউনিয়নের গ্রামাঞ্চলের খোঁজখবর নিচ্ছেন এবং সমস্যা সমাধানে ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন।

ইউএনও রুমানা আফরোজ দুর্নীতি-মুক্ত প্রশাসন ও স্বচ্ছ পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা তার নেতৃত্বের সাফল্য হিসেবে উল্লেখযোগ্য।

উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা তার কাজকে আরও প্রশংসনীয় করেছে। স্থানীয় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ তিনি নিয়মিত সমন্বয় করছেন।

ইউএনও রুমানা আফরোজ বলেন, “পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকে হয়রানীমুক্ত ও স্বচ্ছ সেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছি। স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীজন, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে জনস্বার্থ নিশ্চিত করার চেষ্টা করছি।”

উপজেলা বাসী তার কার্যক্রমকে নিরলস ও মানবিক উদাহরণ হিসেবে দেখছেন এবং তার নেতৃত্বে বাকেরগঞ্জের উন্নয়ন ও সেবা ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট