আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহকালে টেলিভিশন চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্রসাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা অতীতের সাগর-রুনি দম্পতি হত্যাসহ সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার দ্রুত কার্যকর করারও জোর দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মেহেদি হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা একটি চিঠি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানোর প্রস্তুতি গ্রহণের ঘোষণা দেন এবং হুঁশিয়ারি দেন—যদি অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর নির্বাচনী কর্মসূচি ও আন্দোলনে যাবে।