1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নান্দাইলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন: “আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা বক্তব্য রাখছেন।
নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা বক্তব্য রাখছেন।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান।

এ সময় বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি. এম. সেলিম রেজা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডু, সাংবাদিক ফরিদ মিয়া এবং নারী সংগঠন “স্বপ্ন সারথি”-এর সদস্য সাবিনা, নিপু আক্তার, সুর্বর্ণা আক্তার ও হাসি আক্তার।

বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কন্যাশিশুরা সমাজের অমূল্য সম্পদ — তাদের বিকাশ ও সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “আজকের কন্যাশিশুরা আগামী দিনের নেতৃত্বের প্রতীক। তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কন্যাশিশুদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ ও সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট