1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

নান্দাইলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন: “আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা বক্তব্য রাখছেন।
নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা বক্তব্য রাখছেন।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান।

এ সময় বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি. এম. সেলিম রেজা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডু, সাংবাদিক ফরিদ মিয়া এবং নারী সংগঠন “স্বপ্ন সারথি”-এর সদস্য সাবিনা, নিপু আক্তার, সুর্বর্ণা আক্তার ও হাসি আক্তার।

বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কন্যাশিশুরা সমাজের অমূল্য সম্পদ — তাদের বিকাশ ও সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “আজকের কন্যাশিশুরা আগামী দিনের নেতৃত্বের প্রতীক। তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কন্যাশিশুদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ ও সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট